শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৮ ৩ নভেম্বর ২০২৪
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার সময় দিয়েছেন। আজ রোববার দুপুরে রংপুর নগরে সিটি বাজারে দলীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদ জেলা শাখার সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন দলের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান। তিনি বলেন, ‘রংপুরে ফ্যাসিবাদের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতাদের একটি বিক্ষোভ মিছিল সোশ্যাল মিডিয়ায় আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তারুণ্যের আইকন ফ্যাসিবাদ পতনের অন্যতম রূপকার ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও গণ অধিকার পরিষদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে বক্তব্য দেওয়া হয়েছে।’
জাতীয় পার্টির নেতা-কর্মীদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিল। জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের মাটিতে গণহত্যাকারী, ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতিতে স্থান হবে না। কোনো ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুনর্বাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে, তাহলে রংপুরের বিপ্লবী ছাত্র-জনতাকে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা বলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে যে কোণঠাসা হয়ে পড়েছে, সেই অবস্থা আড়াল করতেই দলটির নেতারা সর্বোচ্চ নোংরামি করছেন। জাতীয় পার্টি স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে সব সময় বৈধতা দিয়ে এসেছে। তাই ৫ আগস্ট সৃষ্টিতে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের মতোই দায়ী।
মাসুদ রানা আরও বলেন, জাতীয় পার্টি পুরোনো দল এবং নেতাদের বয়স হয়েছে। তাই বর্তমান প্রজন্মের চাওয়া–পাওয়াকে প্রাধান্য দিয়ে জাতীয় রাজনীতি করা উচিত। কোনোপ্রকার উসকানিমূলক বক্তব্য না দিয়ে রংপুরের ইতিবাচক রাজনীতির ধারাকে অব্যাহত রাখতে জাতীয় পার্টির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ৮ নভেম্বর রংপুর জিলা স্কুল মাঠে গণ অধিকার পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের অন্য নেতারা।
উল্লেখ্য, গণ অধিকার পরিষদ সারা দেশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে। রংপুরে গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে দলটি। ওই কর্মসূচিতে রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বক্তব্য দেন। ওই বক্তব্যে নুরুল হক ও গণ অধিকার পরিষদ সম্পর্কে কটূক্তির করার অভিযোগ ওঠে।
বিজ্ঞাপন