রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৮ ১৭ অক্টোবর ২০২৪
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রুস্তম খন্দকারকে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে যশোরের বেনাপোল থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কৌশলে পালিয়ে যান তার সহযোগীরা। রুস্তম খন্দকার ফতুল্লা ইউনিয়ানের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) -২ ওমর ফারুক মজুমদার জানান,আজ বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়।
একপর্যায় জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রুস্তম খন্দকারকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাকে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।
অপরাধীরা যাতে দেশ থেকে পালাতে না পারে, সে কারণে চেকপোস্ট ইমিগ্রেশন ভবন নিরাপত্তা বাড়িয়েছে ইমিগ্রেশন পুলিশ। এতে পাসপোর্ট যাত্রীদের সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা।
বিজ্ঞাপন