রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫১ ৩০ সেপ্টেম্বর ২০২৪
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু একটি বাসায় অবস্থান করছেন- এমন খবরে গতকাল রাতে বসুন্ধরা আবাসিকের একটি বাসা ঘিরে রাখে শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
রোববার রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত বাসার চারপাশে অবস্থান নিয়ে থাকে তারা। একপর্যায়ে রাত দুইটার দিকে বাসার গেট ভেঙে ভেতরে ঢোকে শিক্ষার্থীরা। এসময় বাসার নিচ তলায় বেশ কিছু ফার্নিচার ও গ্লাস ভাঙচুর করে তারা।
শিক্ষার্থীদের দাবি, সন্ধ্যার পরপরই তারা বাসা সার্চ করতে চাইলেও গেট খোলা হয়নি। উল্টো শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ভেতর থেকে পানি মারা হয়। ছাদের উপর থেকে ইটের টুকরাও ছোড়া হয়। জবাবে শিক্ষার্থীরাও ভবনের বিভিন্ন ফ্লোর ও ছাদে ইটের টুকরা ছুড়ে মারে। পরে সেখান থেকে শামীম নামের এক আওয়ামী লীগ নেতাসহ দুই জনকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন