শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:৩৯ ১৫ সেপ্টেম্বর ২০২৪
এখনো ষড়যন্ত্র থেমে নেই, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ঐক্য অটুট রাখতে হবে, চক্রান্তে পা দেওয়া যাবে না।
তিনি বলেন, 'আজকে আমরা সবাই বলছি যে, আমরা স্বাধীন হয়েছি, হয়ত হয়েছি। কিন্তু এখনো নাগিনীরা নিঃশ্বাস ছড়াচ্ছে। বিভিন্নভাবে চক্রান্ত ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে।'
শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। গত ১৭ বছরে রাজনৈতিক আন্দোলনে নিহতদের স্মরণে এই সমাবেশ হয়। সমাবেশে গুম খুনের শিকার কয়েকশ পরিবার অংশ নেন।
মির্জা ফখরুল বলেন, 'আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে, আমাদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা। যে ঐক্য নিয়ে আমরা ১৬ বছর লড়াই করেছি সেই ঐক্য অটুট রাখা এবং কোনোভাবেই চক্রান্তে পা না দেওয়া।
বিজ্ঞাপন