সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৭ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:০৭ ৯ আগস্ট ২০২৫
গাজায় তীব্র অনাহারে আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর এ ঘটনা ঘটেছে। এর ফলে ক্ষুধা ও অপুষ্টিজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশুরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবরুদ্ধ এ অঞ্চলের মানুষ ভয়াবহ খাদ্য সংকট ও অপুষ্টিতে ভুগছে। আন্তর্জাতিক সহায়তার অভাব এবং চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অবিরাম হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬১ হাজার ৩৩০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন আহত হয়েছেন।
এদিকে, গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। যুদ্ধ শেষ করতে পাঁচ দফা নীতি গ্রহণ করেছে তারা। এর মধ্যে অন্যতম হলো—হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয়, বরং বিকল্প একটি বেসামরিক সরকার গঠন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনী গাজা সিটির নিয়ন্ত্রণ নেবে, যেখানে লাখো ফিলিস্তিনি বসবাস করে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলের ভেতরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
হামাসের হাতে জিম্মিদের পরিবারগুলো আশঙ্কা প্রকাশ করেছে, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়বে এবং আরও বেশি বেসামরিক ফিলিস্তিনি হতাহত হতে পারেন।
সূত্র: মিডল ইস্ট আই
বিজ্ঞাপন