সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই, বিশ্বব্যাপী যাতায়াতে ছাড় ও সুবিধা পাবেন সেনাসদস্যরা

সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে সমঝোতা স্মারক সই, বিশ্বব্যাপী যাতায়াতে ছাড় ও সুবিধা পাবেন সেনাসদস্যরা

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:৪১ ৭ আগস্ট ২০২৫

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী ও টার্কিশ এয়ারলাইন্সের মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই সমঝোতা চুক্তির আওতায়, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্যরা এখন থেকে সরকারি বা ব্যক্তিগত কাজে টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন।

চুক্তির ফলে সেনা সদস্যদের আন্তর্জাতিক ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং সরকারি খরচের দিক থেকেও সাশ্রয় নিশ্চিত হবে।

এছাড়াও, চাকরিরত ও অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা বিশ্বের অন্যতম বৃহৎ বিমান সংস্থা জোট স্টার এলায়েন্স-এর সুবিধাগুলোও ভোগ করতে পারবেন। এতে বিদেশে কর্তব্যরত অবস্থায় সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা যেমন বাড়বে, তেমনি ব্যক্তিগত প্রয়োজনেও তাদের যাতায়াত হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়।

এই চুক্তি শুধু সেনাবাহিনীর সদস্যদের জন্যই নয়, বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন