শুক্রবার , ০৫ সেপ্টেম্বর, ২০২৫ | ২১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৯ ৩ আগস্ট ২০২৫
বাংলাদেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এমিরেটাস অধ্যাপক ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
ড. এম শমশের আলী বাংলাদেশের উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণার অগ্রদূতদের একজন ছিলেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দীর্ঘদিনের অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও প্রোভিসি অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ইউট্যাব) এক বিবৃতিতে শোক জানিয়ে বলেছে, “ড. এম শমশের আলীর মৃত্যুতে আমরা একজন গুণী শিক্ষক, বিজ্ঞানী ও জাতির আলোকবর্তিকা হারালাম। তিনি ছিলেন কর্মনিষ্ঠ, কর্তব্যপরায়ণ এবং দেশপ্রেমিক। শিক্ষাক্ষেত্রে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”
ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান শোকবার্তায় বলেন, “তিনি কেবল একজন শিক্ষকই নন, বরং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস ছিলেন।”
এছাড়াও শোক জানিয়েছে সাদা দল—ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন। দলটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করেন।
ড. এম শমশের আলীর মৃত্যু দেশের শিক্ষাব্যবস্থা ও বিজ্ঞান গবেষণায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল বলে অভিমত প্রকাশ করেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন