আবারো এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আবারো এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:৫১ ৯ জুলাই ২০২৫

রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ১০টা ৫৮ মিনিটে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। এটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে বলে আমাদের ধারণা।”

ঘটনাস্থলে উপস্থিতদের বরাতে জানা গেছে, বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশ কেঁপে ওঠে এবং লোকজন ছুটোছুটি শুরু করে। এ ঘটনায় ইমন হাওলাদার নামের একজন আহত হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে গত ২ জুলাই দিবাগত রাতে একই স্থানে এনসিপির পদযাত্রা উপলক্ষে প্রদর্শনী গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়াও কয়েক দিন আগেই এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্ফোরণের উৎস ও দায়ীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

এনসিপি নেতারা একে উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে দাবি করছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন