শেখ হাসিনাকে ‘চুপ’ রাখা সম্ভব না বলে জানান মোদি!

শেখ হাসিনাকে ‘চুপ’ রাখা সম্ভব না বলে জানান মোদি!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:৫৬ ২৭ এপ্রিল ২০২৫

কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুলে ধরেছেন সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং প্রাক্তন সরকারের দুর্নীতির নানা দিক। রোববার প্রকাশিত এই ভিডিও সাক্ষাৎকারে ড. ইউনূস একাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্তব্য করেন।

সাক্ষাৎকার গ্রহণ করেন আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার। তিনি শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি সম্পর্কে ড. ইউনূসের দৃষ্টি আকর্ষণ করলে, প্রধান উপদেষ্টা জানান যে তিনি সম্প্রতি বিমসটেক সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে সরাসরি বৈঠক করেন।

ড. ইউনূস বলেন, "আমি মোদিকে অনুরোধ করেছিলাম যাতে শেখ হাসিনাকে 'চুপ' করানো হয়, কারণ তার বক্তব্য আমাদের দেশে উত্তেজনা সৃষ্টি করছে। কিন্তু মোদি সাফ জানিয়ে দেন, ভারতে এমনটি করা সম্ভব নয়। কারণ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত। সেখানে তিনি কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন না।"

আল জাজিরার সাংবাদিক যখন প্রশ্ন করেন, শেখ হাসিনা ভারতে থেকে বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, এতে অন্তর্বর্তীকালীন সরকার কী অবস্থান নিয়েছে—জবাবে ড. ইউনূস বলেন, "আমি মোদিকে বলেছিলাম, যদি আপনি তাকে রাখতে চান, রাখুন। কিন্তু তার বক্তব্য যেন বন্ধ হয়। কারণ তার কথাবার্তা আমাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে।"

এ সময় ড. ইউনূসের ভাষ্যমতে, মোদি তাকে পরিষ্কার জানিয়ে দেন, ভারতে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারে সরকার হস্তক্ষেপ করে না। তাই শেখ হাসিনা যেসব বিবৃতি দিচ্ছেন, সেগুলোর ওপর তিনি নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন না।

এই সাক্ষাৎকারে ড. ইউনূসের মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

বিজ্ঞাপন