রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:২৭ ৮ জুলাই ২০২৪
ট্রেনে কাটা পড়ে ৫ তরুণের মৃত্যু
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ভিড় করেন। আজ সোমবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুর এলাকায়
ট্রেনে কাটা পড়ে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ভিড় করেন। আজ সোমবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার
নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচ তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মেথিকান্দা রেলস্টেশন-সংলগ্ন কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে রেললাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নিহত পাঁচ তরুণের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। রেলওয়ে পুলিশের ধারণা, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ তরুণ ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, নিহত পাঁচজনের মধ্যে চারজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। নিহত অপর তরুণের বয়স ২০ বছরের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত তরুণদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন