রবিবার , ০৯ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৪:৫৮ ১৫ ফেব্রুয়ারী ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস করবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘‘ভোট ও নির্বাচন নিয়ে অনেকের যত কথা শোনা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে তত আওয়াজ শোনা যায় না।’’
১৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ ও গণমিছিলে এসব কথা বলেন নুরুল হক। গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। মিছিলটি পুরানা পল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড়, দৈনিক বাংলা মোড় ঘুরে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
নুরুল হক বলেন, ‘‘৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি। আগামী ১২ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত গণহত্যা ও ফ্যাসিবাদের আমলে ১৬ বছরের লুটপাটের বিচারের দাবিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ চলবে। ১৯ ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় বিক্ষোভ হবে।’’
গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘‘গণ-অভ্যুত্থানের ছয় মাস পরেও কেন আওয়ামী লীগ নিষিদ্ধে রাজপথে নামতে হবে? গত ছয় মাসে সরকারের ব্যর্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রাষ্ট্র সংস্কারের জন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠন জরুরি।’’ তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো আপস হবে না।’’
এ সময় তিনি স্থানীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, ‘‘এখনও স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নেই। জনগণ ভোগান্তির শিকার। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।’’
বিক্ষোভে গণ অধিকার পরিষদের সম্পাদক মো. রাশেদ খাঁন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন, সহসভাপতি ফারুক হাসান, আবু হানিফ, শহিদুল ইসলাম, আরিফ তালুকদার, মাহফুজুর রহমানসহ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিজ্ঞাপন