রবিবার , ০৯ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৯:৪১ ১২ ফেব্রুয়ারী ২০২৫
মুন্সিগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম একটি সড়ক হলো বন বিভাগ- কাটাকালির সড়ক। ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
সড়কের অধিকাংশ জায়গা খানাখন্দ ও বড় গর্তে পূর্ণ, যার ফলে সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে যায়। এতে করে প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা, যার কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রীসাধারণ ও পরিবহন চালকরা।
প্রায় ৫-৬ বছর আগে মুন্সিগঞ্জ পৌরসভা সড়কটি সংস্কার করেছিল, তবে তার পর থেকে এই সড়কে কোনো কাজ হয়নি। স্থানীয়রা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।
প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়কটি ব্যবহার করে, এর মধ্যে অসুস্থ, বৃদ্ধ এবং ছাত্রছাত্রীরাও রয়েছেন, যারা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষত স্কুল শিক্ষার্থীরা প্রতিদিন এই খানা-খন্দে ভরা সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন বিভাগ থেকে কাটাকালি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের অবস্থা সত্যিই করুন। গণমাধ্যম কর্মী গোলাম আশরাফ উজ্জল বলেন, "আমার বাড়ি কেওয়ার এলাকায়, প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটির অবস্থা এতই খারাপ যে, কোনো অটোও সেখানে যেতে পারে না। স্কুল শিক্ষার্থীদের জন্য এই সড়কটি ব্যবহার করা চরম ঝুঁকিপূর্ণ।"
এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী ভোরের কাগজকে জানান, "প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। বন বিভাগ থেকে কাটাকালি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক খুব দ্রুতই সংস্কার করা হবে।"
এখন শুধু স্থানীয় বাসিন্দারা নন, সারা শহরের মানুষ এই সড়কের সংস্কারের অপেক্ষায়।
বিজ্ঞাপন