রবিবার , ০৯ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৭:১০ ২৫ জানুয়ারী ২০২৫
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) বার্ষিক সভায় অংশ নিতে চার দিনের সফরে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে তিনি মোট ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যার মধ্যে রয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক, প্যানেল আলোচনা এবং মিডিয়া ইভেন্ট।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, ড. ইউনূস এই সময়কালে চারজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ ও সদৃশ সংস্থার ১০ জন শীর্ষ নির্বাহী এবং ১০ জন সিইওসহ উচ্চ পর্যায়ের ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এছাড়াও, তিনি ৯টি আয়োজিত অনুষ্ঠান, ৮টি মিডিয়া সম্পৃক্ততা এবং আরো দুটি বিশেষ বৈঠকে অংশ নেন। ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের ব্যস্ত সূচির মধ্যেও ড. ইউনূস বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।
সোমবার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন ড. ইউনূস। পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে সুইজারল্যান্ডে পৌঁছালে তাকে স্বাগত জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম।
বিজ্ঞাপন