বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক এস. এম. শাফায়েত হোসেন

বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক এস. এম. শাফায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি
নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০১:২৫ ৮ জানুয়ারী ২০২৫

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত হয়েছে। পদাধিকারবলে কার্যকরি কমিটির   সভাপতি হয়েছেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব জনাব ড. হাফিজ আহমেদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক  যুগ্মসচিব জনাব এস. এম. শাফায়েত হোসেন (সবুজ)।

বুধবার (৮ জানুয়ারী) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক  যুগ্মসচিব জনাব এস. এম. শাফায়েত হোসেন (সবুজ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিগত ০৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ, রোজ সোমবার, বাগিচা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, ৪২/১/গ (১ম তলা) সেগুনবাগিচা, ঢাকা-১০০০ এ বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।  

সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এস. এম. শাফায়েত হোসেন লেজিসলেটিভ সার্ভিসের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভ দূরীকরণ, সার্ভিসের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, দূর্ণীতি ও অনিয়ম প্রতিরোধসহ ও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে মর্মে অংগীকার ব্যক্ত করেন।

কমিটির অন্যান্য সদস্য হলো: সহ-সভাপতি, জনাব মোঃ রফিকুল হাসান, যুগ্মসচিব (ড্রাফটিং) , যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জিয়া উদ্দীন, সিনিয়র সিস্টেম এনালিস্ট, সাংগঠনিক সম্পাদক, জনাব মোহাম্মদ আব্দুল হালিম, উপসচিব (ড্রাফটিং), কোষাধ্যক্ষ, জনাব মোঃ রাজিব হাসান,  উপসচিব (ড্রাফটিং), দপ্তর সম্পাদক মৌসুমী দাস, উপসচিব (ড্রাফটিং), প্রচার  সম্পাদক সৌমেন পালিত বাবু,  সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং)। সদস্য মুহঃ জাকির হোসেন, যুগ্মসচিব (লেজিসলেটিভ অনুবাদ), মোঃ মাহবুবুর রহমান, যুগ্মসচিব (ড্রাফটিং), মোঃ আবু রায়হান, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং), জিহান বিনতে এনাম, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং),মোঃ আরিফ রাব্বানী খান, সিনিয়র সহকারী সচিব, (লেজিসলেটিভ অনুবাদ),মোহাম্মদ দেলোয়ার হোসেন,  সিনিয়র সহকারী সচিব (মুদ্রণ ও প্রকাশনা), মুহাম্মদ হারেস, সহকারী সচিব (ড্রাফটিং)।

উল্লেখ্য, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইনের খসড়া, বিধিমালা, প্রবিধানমালা, উপ-আইন, প্রজ্ঞাপন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ যে কোনো ডকুমেন্ট ভেটিং ও অনুবাদ, সকল মন্ত্রণালয় ও বিভাগকে আইনগত মতামত প্রদান, সকল প্রকার চুক্তি, ট্রিটি, এগ্রিমেন্ট, সমঝোতা-স্মারক ও অন্যান্য আইনগত দলিল ভেটিং, আইন প্রকাশনার গ্রন্থস্বত্ব সংরক্ষণ, ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে। 
 

বিজ্ঞাপন