আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল দুদক-বিচার বিভাগ

আওয়ামী লীগের দাসে পরিণত হয়েছিল দুদক-বিচার বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:০১ ৯ ডিসেম্বর ২০২৪

 

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।সোমবার সকাল ১০টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সময় ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তি হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। আমরা দেখেছি শেখ হাসিনার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন।’

আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘দুদক তো ছিল, উচ্চ আদালতও ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু বিচার হয়নি। বিচার কার হতো, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার।  তিন কোটি টাকা ব্যাংকে ছিল ৬ কোটি টাকা হয়েছে। ওই টাকা কেউ স্পর্শ করেনি, সেই জন্য এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে ১০ বছরের জেল দিয়ে দিয়েছে।

আসিফ নজরুল বলেন,  শেখ হাসিনা  সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছেন। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক ও বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল।’

 

বিজ্ঞাপন