রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ ২৭ আগস্ট ২০২৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাইরে থেকে যদি উপাচার্য নিয়োগ দেওয়া হয় তবে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভের পর এমন হুমকি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের এখানে বিগত দিনে যত উপাচার্য এসেছেন তারা শুধু নিজেদের রুটিন দায়িত্বই পালন করে গেছেন। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের মৌলিক সমস্যা সমাধানের দিকে তাদের কোনো নজর থাকে না। বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করতেই বছরের পর বছর লেগে যেত পূর্বের উপাচার্যদের। পরবর্তীতে সমস্যা সমাধানের নাম করে কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে চলে গেছেন।
বিক্ষোভ শেষে শিক্ষার্থী ফরাজি মাসুম বিল্লাহ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য অনেক যোগ্য শিক্ষক আমাদের রয়েছে। সেসব যোগ্য শিক্ষকদের মধ্য হতে যারা শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ছিলেন তাদেরকেই আমাদের উপাচার্য হিসেবে নিয়োগ দিতে হবে। আমাদের এই এক দফা দাবি না মেনে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি আমাদের উপাচার্য হিসেবে নিয়োগ পায় তাহলে আমরা তাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেবো না। তিনি যাতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারেন সেজন্য গেটে শুধু তালাই দিবো না সেই তালায় সুপার গ্লু লাগিয়ে দেবে ছাত্রসমাজ।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বি এম তানজিল আহমেদ বলেন, আমরা কোনো অতিথি পাখিকে আমাদের উপাচার্য হিসেবে দেখতে চাই না। আমাদের উপাচার্য হিসেবে যাকে নিয়োগ দেওয়া হবে তাকে অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো ছাত্রসমাজের আন্দোলনে যারা বিরোধিতা করেছে সেসব শিক্ষকদের উপাচার্য হওয়ার শত যোগ্যতা থাকলেও তাকে উপাচার্য নিয়োগ দেওয়া যাবে না। উপাচার্য শুধু তারাই হবেন যারা ছাত্রসমাজের আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন।
বিজ্ঞাপন