রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সুভাষ রায়
প্রকাশিত: ১০:৩৫ ২৫ সেপ্টেম্বর ২০২৪
সোনার বরণ মেয়েটি তার
কাজল বরণ আঁখি,
মেঘেঢাকা সূর্য যেনো
দিচ্ছে উঁকিঝুঁকি।
দুপায়েতে রূপার নূপুর
ছমছমাছম বাজে,
এ ঘর থেকে ও ঘরে যায়
হরেক রকম কাজে।
চুল গুলো তার মেঘবরণ
চাঁদের মতো হাসি,
টিকালো তার নাকটি যেনো
রাধা-শ্যামের বাঁশী।
চোখ দুটি তার মায়ায় ভরা
উন্নত তার বুক,
ফুল,পাখিরা চেয়েচেয়ে
আনন্দে উৎস্যুক।
এতো রূপের বর্ণনা তার
কলমে না আসে,
কতো পুরুষ পাওয়ার আশে
চোখের জলে ভাসে।
বিজ্ঞাপন