শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৭ ৫ অক্টোবর ২০২৪
চক্রাকার কয়েকটি সারিতে চার হাজারের বেশি মৃত পাখি। মধ্যমণি হয়ে আছে বড় আকারের একটা পাখি। মৃত পাখিদের এই ছবি দেখেই মনটা বিষণ্ন হয়ে পড়ে। পাখিগুলোর মৃত্যুর কারণ জেনে আরও ভার হয়ে যায় মন। সুউচ্চ ভবনের কাচের দেয়ালে ধাক্কা খেয়ে, কাচের জানালায় বাড়ি খেয়ে মারা পড়েছে তারা।
কানাডার আলোকচিত্রী প্যাট্রিসিয়া হোমোনিলো এই ছবির নাম দিয়েছেন ‘হোয়েন ওয়ার্ল্ডস কলাইড’ বা ‘পৃথিবীরা যখন ধাক্কা খায়’। গত মাসে দ্য বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৪–এ পুরস্কার জিতেছে মৃত পাখিদের এই ছবি। আয়োজকেরা জানিয়েছেন, এবার ২৩ হাজারের বেশি ছবি জমা পড়েছিল, তার মধ্যে ‘কনজারভেশন’ শাখার বিজয়ী প্যাট্রিসিয়ার ছবিটি সামগ্রিকভাবেও সেরা হয়েছে।
প্যাট্রিসিয়া একজন সংরক্ষণ-আলোকচিত্রী। কানাডার ‘ফ্যাটাল লাইট অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামের একটি কর্মসূচির সঙ্গে যুক্ত। টরন্টোতে আহত পাখি উদ্ধার ও শুশ্রূষার ব্যবস্থা করে থাকেন তাঁরা। প্যাট্রিসিয়া বলছিলেন, ‘উত্তর আমেরিকায় প্রতিবছর ভবনের কাচের দেয়ালসহ জানালায় ধাক্কা খেয়ে এক শ কোটির বেশি পাখি মারা যায়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, অধিকাংশ পাখিই আমরা মৃত অবস্থায় পাই। তখন এসব মৃত পাখি আমরা সংগ্রহ করে রাখি। মানুষকে সচেতন করতে বছর শেষে একটি প্রদর্শনীর আয়োজন করে থাকি।’
এমনই একটি প্রদর্শনী থেকে পুরস্কার বিজয়ী ছবিটি তুলেছিলেন প্যাট্রিসিয়া হোমোনিলো। তিনি চান হাজারো মৃত পাখির এই ছবি মানুষের মনে দাগ কাটুক। পাখিদের সুরক্ষা দেবে, এমন কাচ ব্যবহারের ব্যাপারে মানুষের আগ্রহ বাড়ুক।
বিজ্ঞাপন