রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবির ইনসেটে নিহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির
প্রকাশিত: ১২:৪০ ৩০ জুলাই ২০২৪
জাবির ও ইফতির মৃত্যু বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের গুলিতে ছবির ইনসেটে নিহত শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরা পুলিশ ফাঁড়ির সামনে সংঘর্ষ চলছিল। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির (২২) এবং স্থানীয় ওয়ার্কশপ কর্মী কিশোর ইফতি (১৬)। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় গত রোববার (২৮ জুলাই) রামপুরা থানার এসআই (নিরস্ত্র) নাদিম মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপির অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে জাবির ও ইফতির মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন