৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১০:৫৮ ১৩ সেপ্টেম্বর ২০২৫

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে। খবর রয়টার্সের।

অন্যদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) কিছুটা ভিন্ন তথ্য দিয়ে জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১ এবং এটি ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাই মাসে একই কামচাটকা অঞ্চলে আঘাত হেনেছিল ৮ দশমিক ৮ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্প। সেই সময় পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা।

বিজ্ঞাপন