বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর, বৈশ্বিক বাণিজ্যে বাড়ছে উত্তেজনা

বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্ক কার্যকর, বৈশ্বিক বাণিজ্যে বাড়ছে উত্তেজনা

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:১৯ ৭ আগস্ট ২০২৫

আজ মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক কার্যকর হয়েছে। এই শুল্ক বিশ্বব্যাপী বহু দেশের ওপর প্রযোজ্য হওয়ায় বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মধ্যরাতের কিছুক্ষণ আগেই ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, “মধ্যরাত হয়েছে!!! এখন থেকে বহু বিলিয়ন ডলারের ট্যারিফ যুক্তরাষ্ট্রে প্রবাহিত হচ্ছে!”

বিশেষ করে যেসব দেশ রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে, তাদের ওপর বেশি শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম ভারত, যার ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৭ আগস্ট থেকে যদি না তারা রাশিয়া থেকে আমদানি বন্ধ করে। দিল্লি এই পদক্ষেপকে অন্যায়, অবিচার এবং অযৌক্তিক আখ্যা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছে।

বুধবার ট্রাম্প আরও জানান, বিদেশে তৈরি কম্পিউটার চিপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে দক্ষিণ কোরিয়ার স্যামসাং, এসকে হাইনিক্স এবং তাইওয়ানের টিএসএমসি—এই বড় বিনিয়োগকারীরা আপাতত রেহাই পেয়েছে।

লাওস এবং মিয়ানমারের মতো উৎপাদননির্ভর দেশগুলোর ওপর ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয়েছে, যা তাদের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। বিশ্লেষকদের মতে, চীনের সাথে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোই মূলত এই পদক্ষেপের লক্ষ্যবস্তু।

যুক্তরাজ্য, জাপান এবং দক্ষিণ কোরিয়া এরই মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে, ফলে তারা কিছুটা ছাড় পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হওয়া চুক্তির আওতায় ১৫ শতাংশ শুল্কে সম্মত হয়েছে ব্রাসেলস, যাতে ইউরোপের অনেক পণ্য মার্কিন বাজারে প্রবেশ করতে পারবে তুলনামূলক কম ব্যয়ে।

এদিকে কানাডার ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে, ফেন্টানিল ও অন্যান্য মাদক পাচার রোধে সহযোগিতা না করার অভিযোগে। তবে ইউএসএমসিএ চুক্তির আওতায় বেশিরভাগ কানাডিয়ান পণ্য এই শুল্কের বাইরে থাকবে।

মেক্সিকোর ওপর নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে চলমান আলোচনার কারণে। আর ব্রাজিলের ওপর আরোপ করা হয়েছে ৫০ শতাংশ শুল্ক। ট্রাম্প অভিযোগ করেছেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করছেন এবং সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে চলমান অভ্যুত্থান মামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বা ‘উইচ হান্ট’ হিসেবে অভিহিত করেছেন।

চীনের সঙ্গে ৯০ দিনের ট্যারিফ স্থগিতাদেশের মেয়াদ ১২ আগস্ট শেষ হচ্ছে। এর আগেই উভয় দেশ আলোচনা শুরু করার উদ্যোগ নিচ্ছে।

বিশ্বজুড়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ট্রাম্পের এই শুল্কনীতির বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করলেও, অনেক প্রতিষ্ঠান মার্কিন বাজারে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। অ্যাপল ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন