পাকিস্তানও একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে: ট্রাম্পের খোঁচা

পাকিস্তানও একদিন ভারতের কাছে তেল বিক্রি করবে: ট্রাম্পের খোঁচা

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৯:৪৭ ৩১ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় — এবার ভারতকে উদ্দেশ করে কটাক্ষ করলেন পাকিস্তানকে সামনে রেখে। বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সেরে ফেললাম। পাকিস্তানে যে বিশাল তেল ভান্ডার রয়েছে, তার উন্নয়নে এখন থেকে ওয়াশিংটন ও ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে।” একইসঙ্গে তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, “কে বলতে পারে, হয়তো পাকিস্তানও একদিন ভারতকে তেল বিক্রি করবে!”

এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ট্রাম্প ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং ভারতের রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ওই পোস্টে ট্রাম্প বলেন, ভারত ‘বন্ধু রাষ্ট্র’ হলেও তারা মার্কিন পণ্যে অত্যধিক শুল্ক আরোপ করে। সেই কারণে এবার ভারতকেও শাস্তির মুখে পড়তে হচ্ছে।

ট্রাম্প আরও জানান, পাকিস্তানের তেল উত্তোলন প্রকল্পে নেতৃত্ব দেবে কোন মার্কিন কোম্পানি, তা নির্ধারণ করবে হোয়াইট হাউস। তিনি জানান, চুক্তির আওতায় পাকিস্তানের খনিজসম্পদ উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা থাকবে, এবং এটি ভবিষ্যতে দুই দেশের জন্য অর্থনৈতিক সুবিধা বয়ে আনবে।

ভারতের প্রতি ট্রাম্পের এই চাপ প্রয়োগ অবশ্য নতুন নয়। এর আগেও তিনি একাধিকবার নয়াদিল্লির ‘বাণিজ্যিক সুবিধা’ নিয়ে অভিযোগ করেছেন। তবে এবার বিষয়টি আরও স্পষ্টভাবে প্রকাশ পায়, যখন ট্রাম্প রাশিয়া থেকে ভারতের অস্ত্র ও জ্বালানি কেনাকে যুক্তরাষ্ট্র-বিরোধী হিসেবে চিহ্নিত করেন এবং বলেন, “রাশিয়ার সঙ্গে ব্যবসা করলে শাস্তি পেতেই হবে।”

এদিকে ট্রাম্পের ঘোষণার পরে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে জানায়, দেশের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত রাখতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি পরিপূর্ণ বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চলছে, যা উভয়পক্ষের জন্য লাভজনক হবে।

ট্রাম্প নিজেও স্বীকার করেন, ভারতের সঙ্গে আলোচনা চলছে এবং চলতি সপ্তাহের শেষের দিকে বিষয়টি “আরও পরিষ্কার হয়ে যাবে।” তবে পাশাপাশি তিনি ভারতের BRICS জোটে সক্রিয় অংশগ্রহণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন, যা মূলত ‘আমেরিকা-বিরোধী ব্লক’ হিসেবেই পরিচিত।

বিশ্লেষকরা বলছেন, এই অবস্থান শুধু আমেরিকা-ভারত সম্পর্ককেই চ্যালেঞ্জ করছে না, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ভারসাম্যেও নতুন মাত্রা যোগ করছে।

বিজ্ঞাপন