রবিবার , ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:১৭ ১৮ মে ২০২৫
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত বড় আকারের যুদ্ধবিমান নিয়ে আক্রমণের চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তানের সশস্ত্র বাহিনী সেগুলো কাগজের ঘুড়ির মতো ভেঙে দিয়েছে। শনিবার নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "ভারত বড় বড় জেট পাঠিয়েছিল, কিন্তু আমাদের সেনারা সেগুলো এমনভাবে ভেঙেছে যেন ঘুড়ি কাটছে। যারা নিজেদের ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাসেই বিলীন হয়ে যায়। মোদি এখন সেই ক্ষত থেকেই নিজেকে সামলাচ্ছে।"
তিনি আরও জানান, ১০ মে রাত পাকিস্তানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দিয়েছে। এদিন দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে প্রমাণ করেছে—পাকিস্তান সর্বদা প্রস্তুত।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "অনেক শিক্ষার্থী আমার বাসায় এসে সংহতি জানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। দেশের প্রতি এই ভালোবাসা সত্যিই অনন্য।"
প্রতিরক্ষামন্ত্রী তিন বাহিনীর প্রধান, কর্মকর্তা ও প্রতিটি সৈনিককে অভিনন্দন জানান এবং বলেন, "সরকার সেনাবাহিনীর পাশে আছে। দেশের নিরাপত্তায় আমরা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত।"
পাকিস্তানের পক্ষ থেকে এমন কড়া বার্তার মাধ্যমে আভাস মিলছে, দক্ষিণ এশিয়ায় সামরিক উত্তেজনা আবারও নতুন মোড় নিতে পারে।
বিজ্ঞাপন