রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:১১ ২৭ এপ্রিল ২০২৫
কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে গত তিন রাতের মধ্যে টানা তৃতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটল। রোববার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ভারত-শাসিত কাশ্মিরে সম্প্রতি বন্দুকধারীদের ভয়াবহ হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। পাল্টাপাল্টি কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এরই মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা গোলাগুলির ঘটনা ঘটছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, গোলাগুলির জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও, পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনডিটিভি জানায়, পেহেলগামে ভয়াবহ হামলার পর থেকে জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পরিস্থিতি চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পাকিস্তানি সেনা ও ভারতীয় সেনাদের মধ্যে প্রায় নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে।
সংবাদমাধ্যমটির আরও দাবি, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে “ছোট অস্ত্রের উসকানিমূলক গুলিবর্ষণ” করা হয়।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, “২৬ ও ২৭ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানি সেনারা তুতমারিগালি এবং রামপুর সেক্টরের বিপরীতে আমাদের পোস্টগুলোর ওপর কোনো ধরনের উসকানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে। আমাদের বাহিনী যথাযথভাবে এর জবাব দিয়েছে।”
এর আগে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ভিসা বাতিল, দূতাবাস থেকে কূটনীতিক প্রত্যাহার এবং একমাত্র বাণিজ্য পথ ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া।
বিজ্ঞাপন