রবিবার , ০৯ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ১০:৪৯ ১৯ জানুয়ারী ২০২৫
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভিরসহ তিন মন্ত্রী পদত্যাগ করেছেন। এ খবর আজ রোববার আল জাজিরা জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা মন্ত্রীরা ইসরায়েলি হামলার বিরোধীতা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু তিন ঘণ্টা পর তা কার্যকর হয়েছে। হামাস তাদের জিম্মিদের তালিকা দিতে অস্বীকৃতি জানানোয় এই বিলম্ব ঘটেছে, এমন অভিযোগ করেছে ইসরায়েল।
ইসরায়েলের কট্টর জাতীয়তাবাদী ধর্মীয় দল, ‘জিউইশ পাওয়ার পার্টি’ থেকে পদত্যাগের পর দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা আর ক্ষমতাসীন জোটের অংশ নয়। তবে, দলটি সরকারের পতন ঘটানোর চেষ্টা করবে না বলেও তারা জানিয়েছে। তারা এই যুদ্ধবিরতি চুক্তিকে ‘কলঙ্কজনক’ হিসেবে অভিহিত করেছে।
চুক্তি অনুযায়ী, হামাস প্রথম দিন তিন বন্দিকে মুক্তি দেবে, এর বিনিময়ে ইসরায়েলও ফিলিস্তিনি বন্দী মুক্তি দিবে। এই চুক্তি, যা ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর গাজার ওপর ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর শুরু হয়, অনেকের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৪৬ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৭২৫ জন। অন্যদিকে হামাসের আক্রমণে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়, সমাজকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই চুক্তি নিয়ে সতর্ক মন্তব্য করেছেন, বিশেষ করে হামাসের শর্ত এবং ইসরায়েলের ক্ষতিপূরণের পরবর্তী ধাপগুলোকে কেন্দ্র করে।
তবে, যদি যুদ্ধবিরতি স্থায়ী না হয় এবং ইসরায়েলি বাহিনী গাজা ছাড়তে অস্বীকার করে, তবে হামাস জানিয়েছে যে তারা প্রথম ধাপের পর আর কোনো বন্দিকে মুক্তি দেবে না।
বিজ্ঞাপন