ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ, এবার স্ত্রীকেও হারাচ্ছেন !

ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ, এবার স্ত্রীকেও হারাচ্ছেন !

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১০:২৫ ২৩ ডিসেম্বর ২০২৪

মস্কোর জীবন নিয়ে সন্তুষ্ট নন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ। শোনা যাচ্ছে, স্বামী বাশারের বিরুদ্ধে তালাকের মামলা দায়ের করেছেন আসমা। একইসাথে তিনি মস্কো ত্যাগ করে যুক্তরাজ্যে চলে যেতে চান। আরব ও তুর্কি মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর আসাদ ক্ষমতা হারানোর পর আসমার বাবা-মাও রাশিয়ায় আশ্রয় নেন। তারা তাদের মেয়ে ও মেয়ে জামাইয়ের পাশে থাকতে চেয়েছিলেন। আসমা আল-আসাদ ব্রিটেন ও সিরিয়ার দ্বৈত নাগরিক। তার বাবা-মা সিরিয়ান হলেও আসমার জন্ম ও বেড়ে উঠা লন্ডনে।  তিনি লন্ডনে স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। ২০০০ সালে ২৫ বছর বয়সে আসমা পাকাপাকিভাবে সিরিয়ায় চলে আসেন এবং সে বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদকে বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে- হাফেজ, জেইন আর কারিম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকেই আসমা লন্ডনে নির্বাসিত জীবনযাপনের পরিকল্পনা করে আসছিলেন। আসমার বাবা একজন কার্ডিওলজিস্ট আর মা সাহার একজন অবসরপ্রাপ্ত কূটনীতিক।

এদিকে, বাশার আল-আসাদের ভাই মাহের আল-আসাদকেও রাশিয়ায় আশ্রয় মঞ্জুর করা হয়নি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে সৌদি ও তুর্কি মিডিয়া। মাহের ও তার পরিবার রাশিয়ায় গৃহবন্দী রয়েছেন। যদিও এ নিয়ে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি রুশ কর্তৃপক্ষের।

বিজ্ঞাপন