রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ ২২ নভেম্বর ২০২৪
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস জানিয়ে দিয়েছেন, গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তা অনুযায়ী, যদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে আসেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে। গত বৃহস্পতিবার আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সাইমন হ্যারিস এই মন্তব্য করেন।
এসময় প্রধানমন্ত্রী হ্যারিস আরও বলেন, "আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতকে সমর্থন করি এবং তাদের পরোয়ানার বাস্তবায়ন নিশ্চিত করব।" তিনি জোর দিয়ে বলেন, "হ্যাঁ, অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে," এবং আইরিশ সরকার আন্তর্জাতিক আদালতের আদেশ মেনে চলবে বলে উল্লেখ করেন।
আইসিসির এই পরোয়ানা গাজায় চলমান সংঘাতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং গ্যালান্তকে অভিযুক্ত করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধের অস্ত্র হিসেবে অনাহার এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণের ওপর আক্রমণ চালানো। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পদক্ষেপকে "অযৌক্তিক ও মিথ্যা" হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
এদিকে, হামাসের প্রধান সামরিক শাখা নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও আইসিসি পরোয়ানা জারি করেছে, যদিও তিনি গত জুলাইয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। হামাস তার মৃত্যু বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিন মন্তব্য করেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতানিয়াহু ও গ্যালান্তের বিরুদ্ধে আইসিসি পরোয়ানাকে "আপত্তিকর" বলার সঙ্গে একমত নন। মার্টিন আরও বলেন, গাজায় সংঘটিত অপরাধ গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে, কারণ সেখানে বেসামরিক জনগণের ওপর সম্মিলিত শাস্তি প্রদান করা হয়েছে।
এই অবস্থায়, আয়ারল্যান্ড এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্যে রয়েছে, বিশেষ করে যখন আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা ইসরায়েল কর্তৃক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বিজ্ঞাপন