রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:০২ ৪ নভেম্বর ২০২৪
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।
ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস রোববার (০৩ নভেম্বর) একটি কৃষ্ণাঙ্গ চার্চে যান। এরপর তিনি মিশিগানে আরব আমেরিকানদের সঙ্গে সাক্ষাত করেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেনসিলভানিয়াতে বিশাল জনসভায় অংশগ্রহণ করেন। খবর রয়টার্স
এক জরিপে দেখা গেছে, এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট কমলার হ্যারিসের প্রতি নারীদের বেশি সমর্থন রয়েছে। অন্যদিকে ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের প্রতি পুরুষের সমর্থন বেশি রয়েছে।
তবে রয়টার্স এবং ইপসস পোলিংয়ে দেখা গেছে, ভোটারদের মাঝে দুই প্রার্থীকে নিয়েই প্রতিক্রিয়া রয়েছে। তবে সমর্থনের ক্ষেত্রে তাদের মধ্যে তেমন সমস্যা নেই।
এদিকে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভোটগ্রহণের দিন হলেও ইতোমধ্যে ৭ কোটি ৮০ লাখ মানুষ ভোট প্রদান করেছেন। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ল্যাব এ তথ্য জানিয়েছে।
গ্রেটার ইমানুয়েল ইনস্টিটিউট চার্চে বক্তৃতাকালে কমলা হ্যারিস বলেন, ‘আমাদের জাতির জন্য এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সিদ্ধান্ত নিতে হবে, কাকে ক্ষমতায় চাই। এজন্য আমাদের কাজ করে যেতে হবে। শুধু প্রার্থনা করলেই হবে না।
এরপর কমলা হ্যারিস মিশিগানের ইস্ট ল্যাঞ্চিংয়ে ২ লাখ আরব আমিরকানদের উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি গাজায় ও লেবাননে ইসরায়েলের হামলায় হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির কথা স্মরণ করে বক্তৃতা আরম্ভ করেন।
কমলা বলেন, এ বছরটি খুবই সংকটময়। কারণ গাজায় অনেক মানুষ নিহত হয়েছে। এছাড়া লেবাননেও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সুতরাং প্রেসিডেন্ট হতে পারলে গাজা যুদ্ধ বন্ধে আমি আমার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সবকিছু করবো।
এর আগে শুক্রবার ট্রাম্পও মিশিগানে সফর করে আরব আমেরিকানদের সঙ্গে দেখা করেন এবং মধ্যপাচ্যে সংঘাত বন্ধে প্রতিশ্রুতি দেন।
বিজ্ঞাপন