শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:৩৩ ২৭ মে ২০২৪
প্রায় প্রতিদিন ভেজাল ও নকল ওষুধের প্রাণহানির ঘটনা শুনে আসছি। এর থেকে বাঁচার উপায় কী? এর একটা সমাধান হতে পারে অবিলম্বে ওষুধ কোম্পানীগুলোকে সারা দেশে নিজস্ব শোরুম ব্যবস্থা চালু করা। যাতে মানুষ সরাসরি কোম্পানী থেকে প্রয়োজনীয় মানসম্পন্ন ওষুধ কিনতে পারে এবং এর ফলে দেশে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সারাদেশের ফার্মেসীগুলোকে ড্রাগ অধিদপ্তরে নিবন্ধিত করে তাদেরকে সরাসরি ওষুধ কোম্পানী থেকে নির্ধারিত মুল্যে ওষুধ কিনে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বাধ্যতামুলকভাবে বিক্রির ব্যবস্থা করতে হবে, সরাসরি ওষুধ কোম্পানী ছাড়া ওষুধের পাইকারী বাজার থেকে কিনে কোন ফার্মেসী যাতে তা বিক্রি করতে না পারে তার ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে সাধারণ মানুষ নিরাপদ ও আস্থার সঙ্গে ওষুধ কিনতে পারবেন। নকল এবং ভেজাল ওষুধের বাজার বন্ধ না করতে পারে ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দিনে দিনে কমে আসবে। এতে বড় ঝুঁকিতে পড়তে পারে স্বাস্থ্য খাত।
বিজ্ঞাপন