রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৯:২০ ২২ অক্টোবর ২০২৪
সোমবার (২১ অক্টোবর) ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। কনটেইনার পরিবহনকারী গাড়ি প্রাইমওভার শ্রমিকদের এ ধর্মঘটের কারণে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া বন্ধ আছে।
চাকরির নিয়োগপত্র দেওয়া, ছবিসহ পরিচয়পত্র, সরকার ঘোষিত মজুরি প্রদানসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট ডাকে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।
ধর্মঘটের কারণে বেসরকারি ডিপো থেকে বুকিং অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক রপ্তানি কনটেইনার বন্দরে পৌঁছতে না পারায় কলম্বোগামী কনটেইনার জাহাজ এইচআরআরআই আজ ছাড়া হয়নি।
বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, ধর্মঘটের কারণে সোমবার ভোর ৬টা থেকে কোনো রপ্তানি পণ্যবাহী কনটেইনার ডিপো থেকে বন্দরে নেওয়া সম্ভব হয়নি। একইভাবে আমদানি পণ্যবাহী কনটেইনারও বন্দর থেকে ডিপোতে আনা যায়নি।
কনটেইনার ছাড়া অন্য পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে আসা-যাওয়া করছে। বন্দরের ভেতরে জেটিতে থাকা জাহাজে কনটেইনার ওঠানামা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সচিব মো. ওমর ফারুক।
বিজ্ঞাপন