রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:১৩ ১৫ অক্টোবর ২০২৪
বেঁধে দেওয়া সর্বোচ্চ খুচরা মূল্যে ডিম পাচ্ছেন না আড়তদাররা। কিন্তু ‘বেশি দামে’ বিক্রি করায় জরিমানা হচ্ছে। ডিমের দামের ঊর্ধ্বগতির মধ্যে এবার ঢাকা ও চট্টগ্রামে এবার পাইকারিতে ডিম বিক্রি বন্ধ করে দেওয়ায় খুচরাতেও সংকট তৈরি হয়েছে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ডিমের ডে ‘ন্যায্য মূল্য’ বেঁধে দিয়েছে, তাতে তাদেরকে যে দরে বিক্রি করতে বলা হয়েছে, সেই দরে তারা কিনতেও পারেন না। কিন্তু এ জন্য তাদেরকে জরিমানা করা হচ্ছে। বেশি দামে কিনে কম দামে বেচার চেয়ে বিক্রি বন্ধ করে রাখাই শ্রেয় মনে করছেন তারা। সোমবার সন্ধ্যায় ঢাকার তেজগাঁওয়ে গিয়ে ডিমের আড়তগুলো বন্ধ দেখা যায়।
তেজগাঁও ডিম সমিতির সদস্য ও নাসির অ্যান্ড ব্রাদার্সের কর্ণধার মো. নাসির মোর নিউজকে বলেন, “সরকারি রেট অনুযায়ী আমাদের বিক্রি করতে হবে ১১.১ টাকায়। অথচ খামার থেকেই আমাদের কিনতে হচ্ছে ১২.৫০ টাকায়।
বিজ্ঞাপন