রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ ২৬ সেপ্টেম্বর ২০২৪
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)একটি বেসরকারি ডিপোতে অভিযান চালিয়ে রপ্তানির উদ্দেশ্যে রাখা চারটি কনটেইনার আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। কায়িক পরীক্ষায় এসব কনটেইনারে ৪২ টন সুগন্ধি তেল পাওয়া যায়। যেগুলো সৌদি আরব এবং সিঙ্গাপুরে রপ্তানির জন্য মজুত রাখা হয়েছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চালানটি রপ্তানি করেছিল। এটি রপ্তানির জন্য দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এনআর এন্টারপ্রাইজ। গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেডে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোছা. আয়শা সিদ্দিকা বলেন, মিথ্যা ঘোষণায় সুগন্ধি চাল রপ্তানির চেষ্টা প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় রপ্তানিনীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন