সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ ১৫ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান, যিনি ওটিটি জগতে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন, এবার নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। সম্প্রতি ‘নয়া নোট’ নামের একটি ওয়েব সিরিজের শুটিং চলাকালে তিনি ভিক্ষুক সেজে ফার্মগেট এলাকায় অভিনয় করেন। গেটআপ এতটাই নিখুঁত ছিল যে পথচারীরা তাঁকে সত্যিকারের ভিক্ষুক ভেবে অনেকে টাকা দেন। আর সেদিনের প্রথম দৃশ্যের শুটিংয়ে ভিক্ষা করেই তাঁর হাতে জমে যায় প্রায় ৫০০ টাকা।
নাসির উদ্দিন খান এক সাক্ষাৎকারে জানান, বাজেট সীমিত থাকায় ফার্মগেট ফুটওভারের ওপর থেকে লুকানো ক্যামেরায় শুটিং করা হয়। তাঁকে বলা হয়েছিল, সাধারণ ভিক্ষুকের মতো মানুষের কাছে গিয়ে হাত পাততে। দর্শক যাতে সন্দেহ না করে, সেজন্য আগে থেকেই চরিত্রের প্রস্তুতি নেন তিনি।
অভিনেতা বলেন, ‘প্রথম দৃশ্যে ভিক্ষা চাইতে গিয়ে অনেকেই আমাকে এড়িয়ে গেলেও কেউ কেউ টাকা দিয়েছেন। পরে দেখি প্রায় পাঁচ শত টাকার মতো জমে গেছে। তখন মনে হলো, বাহ্, এভাবেও তো ভালো আয় হয়!’
তবে এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি উপলব্ধি করেন, ভিক্ষা করা সহজ পথ হলেও এর ভেতরে রয়েছে অসম্মান আর আত্মসম্মান হারানোর যন্ত্রণা। নাসির বলেন, ‘কেউ চাইলেই হাত পাততে পারে না। কারণ, এটি সম্মানের জায়গার সঙ্গে জড়িত। বেশির ভাগ মানুষই তাই এই পথে নামতে চান না।’
ওয়েব সিরিজটির পরিচালক অনন্য প্রতীক চৌধুরী জানান, শুটিং চলাকালে ভিক্ষা করে পাওয়া টাকাগুলো স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। গল্পে সেই টাকার মাধ্যমেই জীবনের নানা উপলব্ধি তুলে ধরা হয়েছে।
‘নয়া নোট’ ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ ও নওবা তাহিয়া। ইতিমধ্যে সিরিজটি আইস্ক্রিন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে।
বিজ্ঞাপন