সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৩ ১৫ সেপ্টেম্বর ২০২৫
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খানের স্ত্রী, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ, ধীরে ধীরে নিজের যোগ্যতা ও স্টাইলিশ উপস্থিতির জন্য আলাদা পরিচিতি গড়ে তুলছেন। বিয়ের পর থেকে প্রায়ই দেশ-বিদেশে ভ্রমণ আর ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে ভক্তদের নজরে আসছেন তিনি। এবার তিনি হাজির হলেন একেবারেই নতুন এক রূপে—রঙিন শাড়িতে গর্জিয়াস লুকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দুটি ছবিতে রোজাকে দেখা গেছে একটি হালকা হলুদ শিফন শাড়িতে। শাড়িটির জমিনে সূক্ষ্ম গোলাপি এবং অন্যান্য শৈল্পিক ডিজাইন যুক্ত হয়ে তৈরি করেছে নান্দনিক এক আবেদন। এর সঙ্গে মানানসই উজ্জ্বল হলুদ ভি-নেক ব্লাউজ পরেন তিনি। সাজে ছিল স্নিগ্ধতার ছোঁয়া—স্মোকি চোখ, ন্যুড লিপস্টিক আর খোলা চুলে রোজা হয়ে ওঠেন আরও আকর্ষণীয়।
ছবির একটিতে তাকে দেখা গেছে আনমনা ভঙ্গিতে চুলে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে, অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে থাকতে। রঙিন শাড়িতে তার এই রূপ ভক্তদের মন জয় করেছে সহজেই।
রোজাকে এর আগেও নানা ধাঁচের পোশাকে দেখা গেছে—ওয়েস্টার্ন ড্রেস, টপস, সালোয়ার কিংবা গাউন। এমনকি বিয়ের সময়ও শাড়িতে হাজির হয়েছিলেন তিনি। তবে এবারকার সাজ ছিল একেবারেই ভিন্ন, যা তাকে আরও আভিজাত্যপূর্ণ এবং আকর্ষণীয় করে তুলেছে।
সামাজিক মাধ্যমে সক্রিয় রোজা প্রায়ই নিজের স্টাইলিশ লুক ভক্তদের সঙ্গে শেয়ার করেন। তাই তার নতুন ছবি ঘিরে ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। শাড়ির এ মোহনীয় লুক নিঃসন্দেহে তাকে এক নতুন উচ্চতায় তুলে ধরেছে ভক্তদের চোখে।
বিজ্ঞাপন