সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ ১৫ সেপ্টেম্বর ২০২৫
বলিউডের কিং খান শাহরুখ খান তার অভিনয় জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় পুরস্কারের স্বীকৃতি আসছে তাঁর ঝুলিতে। ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘জাওয়ান’–এর জন্যই এ সম্মান পাচ্ছেন তিনি।
শাহরুখ খানের নিকটজনরা জানিয়েছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর জাতীয় পুরস্কারের স্বীকৃতি পেয়ে তিনি আবেগে ভাসছেন। এই অর্জন তাঁর ভক্ত-অনুরাগীদের কাছেও এক বিশেষ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।
এরই মধ্যে পোল্যান্ডে ব্যস্ত শুটিং করছিলেন শাহরুখ। সেখানেই চলছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর নতুন সিনেমা ‘কিং’–এর কাজ। এই ছবির বিশাল বাজেট, নতুন লুক এবং তারকাখচিত কাস্ট নিয়ে বলিউডে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু হঠাৎ করেই সব কাজ পিছিয়ে দিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ।
বলিউড সূত্রে জানা গেছে, আগামী ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। জীবনের প্রথম জাতীয় পুরস্কার সরাসরি রাষ্ট্রপতির হাত থেকে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। তাই ব্যস্ত সূচি থেকে সময় বের করে পোল্যান্ড থেকে দেশে ফিরছেন কিং খান।
শাহরুখের ঘনিষ্ঠজনরা আরও জানিয়েছেন, এই পুরস্কার তাঁর কাছে শুধু একটি স্বীকৃতি নয়, বরং তিন দশকের পরিশ্রম, সংগ্রাম এবং দর্শকের ভালোবাসার প্রতি এক মূল্যবান সম্মাননা। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে এই ঐতিহাসিক মুহূর্তে তাঁকে জাতীয় সম্মান গ্রহণ করতে দেখা যাবে।
বিজ্ঞাপন