জুলাই গণঅভ্যুত্থান দিবসে সায়ানের কণ্ঠে প্রতিবাদের নতুন গান ‘রানি মা’

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সায়ানের কণ্ঠে প্রতিবাদের নতুন গান ‘রানি মা’

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:১৯ ৬ আগস্ট ২০২৫

সংগ্রামী কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান আবারো প্রতিবাদের ভাষা তুলে ধরেছেন গানে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘রানি মা’, যেখানে উঠে এসেছে অতীতের যন্ত্রণা, সাহসিকতার স্মৃতি, এবং ভবিষ্যতের আশাবাদী বার্তা।

এর আগে, গত বছর তিনি ‘ভয় বাংলায়’ গানটি গেয়ে আন্দোলনমুখর মানুষকে উৎসাহ যুগিয়েছিলেন। চলতি বছরের শুরুতেও ‘আমি জুলাই-এর গল্প বলবো বন্ধু’ শিরোনামে গান প্রকাশ করে স্মরণ করিয়েছেন আগুনঝরা দিনগুলোর কথা।

‘রানি মা’ গানটি সায়ান নিজেই লিখেছেন, সুর করেছেন এবং গিটার বাজিয়ে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন। গানের কথায় উঠে আসে,“বেশি বেশি কথা বলো না, সব বন্ধ করে দিয়ে বসে থাকবে / বলেছিলেন এক রানি মা, তোমরা মুখে-ঠোঁটে তালা মেরে রাখবে।”

ফেসবুকে গানটি প্রকাশ করে সায়ান লিখেছেন,“বাংলাদেশের মানুষ এক দুষ্ট রানীকে পরাস্ত করেছে। আজ সেই গণমানুষের গণঅভ্যুত্থান দিবস। আগামীতেও সকল দুষ্ট শাসক চিরকাল মাটির মানুষের কাছে পরাজিত হবে—এই বিশ্বাস নিয়ে বাঁচব।”

তিনি আরও লেখেন,“স্মরণে রাখি প্রত্যেক শহীদকে, তাদের ব্যাথাহত পরিবারকে, আহত যোদ্ধাকে এবং দেড় যুগের অত্যাচারে পিষ্ট নিপীড়িত প্রাণগুলোকে। সব শেষে স্মরণ করি মানুষের বিজয়কে, যা অনেক ত্যাগে এসেছিল এবং আবারও আসবে।”

সংগীতজীবনে দেড় যুগেরও বেশি সময় ধরে সক্রিয় ফারজানা ওয়াহিদ সায়ান। তার গান প্রতিবাদ, মানবতা ও রাজনৈতিক চেতনার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তিনি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতাল কাণ্ড নিয়ে গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন