রবিবার , ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৮ ১৮ মে ২০২৫
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়। এরপর তাকে হস্তান্তর করা হয়েছে রাজধানীর ভাটারা থানা পুলিশের কাছে। সেখান থেকে তাকে নেওয়া হচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভাটারা থানায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সূত্র জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, নুসরাত ফারিয়া ওই আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগের অর্থায়নে সহায়তা করেছেন। মামলায় আরও কয়েকজন তারকা — অপু বিশ্বাস, নিপুণ আক্তার, ভাবনা ও জায়েদ খানকেও আসামি করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “তার বিরুদ্ধে থাকা মামলার কারণেই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এখন তদন্তসাপেক্ষে সিদ্ধান্ত হবে তাকে গ্রেপ্তার দেখানো হবে কি না।”
প্রসঙ্গত, এখনো তাকে গ্রেপ্তার দেখানো হয়নি, বরং তদন্ত চলমান থাকায় আটক অবস্থায় রাখা হয়েছে।
বিজ্ঞাপন