দেশ ছাড়ছেন সালমান মুক্তাদির!

দেশ ছাড়ছেন সালমান মুক্তাদির!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:১৪ ১৮ মে ২০২৫

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি পরিষ্কারভাবে জানান যে তিনি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবেন। এই ঘোষণাটি তার অনুগামী ও দেশবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সালমান মুক্তাদির সম্প্রতি এক ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তার বড় হওয়ার আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,
“আমার আরও বড় হওয়ার শখ রয়েছে। আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ আরও বড় একজন মানুষ হব। আমি সবসময় আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করি।”

দেশের প্রসঙ্গে তিনি বলেন,
“আমি এখন দেশ নিয়ে কথা বলি কারণ আমি বাংলাদেশে থাকি। কিন্তু একদিন যদি আমি দেশে না থাকি, তখন দেশের জন্য কথা বলার অধিকার আমার থাকবে না। তখন আমি দেশের বিষয়ে কিছু বলব না।”

সালমান আরও জানান, দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টি তার কাছে কোনো আবেগপূর্ণ সিদ্ধান্ত নয়, বরং বাস্তবতা চিন্তাভাবনার পর নেওয়া পরিকল্পনা। তিনি বলেন,
“বাইরে গিয়ে পরিবারের জন্য ভালো পরিবেশ, জীবনযাত্রার মান ও সুযোগ সুবিধা রয়েছে। ছোটবেলা থেকেই বিদেশ যাওয়ার স্বপ্ন ছিল আমার। আমি অবশ্যই বিদেশে যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে থাকি, আমি তা করব।”

তিনি মনে করেন, বিদেশে গেলে জীবনযাত্রার মান উন্নত হবে, যা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি বিদেশ থেকে তিনি দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সালমান মুক্তাদিরের এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার অনুরাগীরা তাকে সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেছেন, দেশের বাইরে থেকেও তিনি নিজের প্রতিভা ও কর্মের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করবেন।

বিজ্ঞাপন