নিশানায় ছিলেন শাহরুখ খান!

নিশানায় ছিলেন শাহরুখ খান!

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:০৫ ১৮ জানুয়ারী ২০২৫

সম্প্রতি অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনার একদিন পরই মুম্বই পুলিশের জালে ধরা পড়ে হামলাকারী। তবে তদন্তে উঠে এলো আরও এক বিস্ফোরক তথ্য, যা সকলকে চমকে দিয়েছে। সাইফের বাড়ির পাশাপাশি, হামলাকারীর নিশানায় ছিল শাহরুখ খানেরও বাড়ি। সাইফের বাড়িতে হামলার দু'দিন আগে শাহরুখের মান্নাতেও হানা দেয় এক সন্দেহভাজন ব্যক্তি। যদিও সে বাড়ির অন্দরে প্রবেশ করতে পারেনি, কিন্তু বাইরে থেকে বাড়ির চারপাশ ভালো করে দেখে এসেছে। পুলিশ তদন্তে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যা এই ঘটনার পিছনে আরও গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।

এই ঘটনার পর মুম্বই শহরের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে, এবং বিশিষ্ট ব্যক্তিদের বাড়ির নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

 

 

বিজ্ঞাপন