জেন-জি'দের স্মার্টনেসে মুগ্ধ মাধুরী !

জেন-জি'দের স্মার্টনেসে মুগ্ধ মাধুরী !

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১২:১৫ ৭ জানুয়ারী ২০২৫

বলিউডের চিরসবুজ অভিনেত্রী মাধুরী দীক্ষিত আজও কোটি সিনেমাপ্রেমীর হৃদয়ে রাজত্ব করেন। তার অভিনয় ও নাচের জাদু দর্শকদের বারবার মুগ্ধ করেছে। সম্প্রতি মাধুরী নিজের দীর্ঘ ক্যারিয়ার, বলিউডের পরিবর্তনশীল ধারা এবং নতুন প্রজন্মের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলেছেন।

‘ভুল ভুলাইয়া ৩’, ‘মজা মা’ এবং ‘দ্য ফেম গেম’-এর মতো প্রজেক্টে নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মাধুরী বলেন, তাদের কাজের প্রতি নিষ্ঠা এবং সময় ব্যবস্থাপনা সত্যিই প্রশংসনীয়। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।"

জেন-জি প্রজন্ম প্রসঙ্গে মাধুরী জানান, তারা তাকে দারুণভাবে প্রভাবিত করেন। মাধুরীর ভাষায়, জেন-জি'রা খুব স্মার্ট। তারা জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে জানেন। এমনকি আমার ছেলেরাও অনেক কিছু জানে, যা আমাকে শেখায়।

নারীকেন্দ্রিক গল্পের গুরুত্ব এবং বলিউডে নারীদের ভূমিকা নিয়েও মাধুরী খুশি। তার মতে, নারীরা এখন শুধু সৌন্দর্যের প্রতীক নয়; তাঁদের শক্তিশালী চরিত্রগুলো বলিউডে জায়গা করে নিচ্ছে। তবে ইন্ডাস্ট্রিতে আরও পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন