‘আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা’ বললেন প্রিয়াঙ্কা !

‘আঁটসাঁট পোশাক পরার অনুমতি দেয়নি বাবা’ বললেন প্রিয়াঙ্কা !

ছবি : সংগৃীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১২:১৯ ৩ জানুয়ারী ২০২৫

বলিউড ছাড়িয়ে সুদূর হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তবে বর্তমানে আন্তর্জাতিক তারকা হলেও তার ছোটবেলা খুব একটা সুখকর ছিল না। কৃষ্ণ বর্ণের কারণে নিউ ইয়র্কের স্কুলে‘ব্রাউনি’এই কথা একাধিক বার জানিয়েছেন অভিনেত্রী।  কিন্তু পরিবারের অন্দরেও তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে।

সম্প্রতি অভিনেত্রী জানিয়েছেন, পাঞ্জাবি পরিবারের একমাত্র কৃষ্ণবর্ণ কন্যা প্রিয়াঙ্কা। ফলাফল, ‘কালি’ অর্থাৎ কালো মেয়ে বলে ডাকা হত তাকে। এছাড়া মজার ছলে নানা আঘাতমূলক কথা বলা হত। কৈশোরে পৌঁছে সে সবের অর্থ উপলব্ধি করতে পারেন ‘দেশি গার্ল’।

শুধু তা-ই নয়, বাবার সঙ্গে অভিনেত্রীর মান-অভিমানের পর্ব ছিল দীর্ঘ দিনের। বাড়িকে রীতিমতো জেলখানা বানিয়ে দিয়েছিলেন বাবা। আঁটসাঁট পোশাক পরা এক প্রকার নিষিদ্ধ ছিল প্রিয়াঙ্কার বাড়িতে। আঁটসাঁট পোশাক বা গায়ের সঙ্গে লেপ্টে থাকা টিশার্ট পরা নিষিদ্ধ ছিল, বললেন অভিনেত্রী। মূলত একটি ঘটনার জেরেই প্রিয়াঙ্কাকে এই ‘নিদান’ দিয়েছিলেন বাবা অশোক চোপড়া।

পোশাকে নানা বিধিনিষেধ জারি করা হয় বাবার পক্ষ থেকে। বাড়িতে এই পরিস্থিতির মধ্যেই মা মধু চোপড়ার উদ্যোগে সুন্দরী প্রতিযোগিতায় যোগ দেন প্রিয়ঙ্কা।

 

বিজ্ঞাপন