বছর শেষে বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল উর্বী

বছর শেষে বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল উর্বী

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৯ ৩০ ডিসেম্বর ২০২৪

২০২৪ সাল জুড়েই ছিল তারকাদের বিয়ে করার হিড়িক।  আর এ তালিকায় রয়েছেন- মৌসুমী হামিদ, জোভান, চমক, অর্ষা, স্বাগতা, তামিম, নাদিয়া, সুজানা, শিরিন শিলাসহ প্রায় একঝাঁক তারকা। এবার বছর শেষে বিয়ের পিঁড়িতে বসেছেন এ সময়ের ছোট পর্দ ার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল প্রিয়ন্তী উর্বী।

গত ২৭শে ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী।  বিষয়টি তিনি সামনে এনেছেন ২৮শে ডিসেম্বর সন্ধ্যায়। তার স্বামীর 
নাম সালমান আহমেদ। বর্তমানে তিনি একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন। এদিন গুলশান আজাদ মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।

জানা যায় , বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব উর্বী-সালমানের। চলতি বছরের জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তাই বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন উর্বী। সেখানেই সিনেম্যাটিক স্টাইলে অভিনেত্রীকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান।

তবে ব্যাপারটা আর দু’জনের মধ্যে আটকে থাকেনি। পারিবারিকভাবে গড়িয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান উর্বী। এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে কাজ করছেন।

বিজ্ঞাপন