বক্স অফিসে পুষ্পা টু’র তাণ্ডব

বক্স অফিসে পুষ্পা টু’র তাণ্ডব

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৯:০২ ৭ ডিসেম্বর ২০২৪

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পায় বহুল আলোচিত ছবি ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির দিনেই সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে দেশটির সিনেমা ইন্ডাস্ট্রিজের সর্বকালের সর্ববৃহৎ ওপেনারের খ্যাতি পায় ছবিটি।

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন ও নায়িকা রাশ্মিকা মান্দানা অভিনীত এই ছবিটি বিশ্বজুড়ে ১০ হাজারেরও বেশি স্ক্রিনে মোট ৬টি ভাষায় মুক্তি পেয়েছে। তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, হিন্দির পাশাপাশি প্রেক্ষাগৃহে বাংলাতেও চলছে ‘পুষ্পা টু’। তথ্যসূত্রে প্রথম দিনেই ছক্কা হাঁকিয়ে শুধু ভারতের বক্স অফিস থেকেই ছবিটি সংগ্রহ করেছে ১৭৪.৯ কোটি। সেই গতি বজায় রেখে দ্বিতীয় দিনে ভারতে ছবির সংগ্রহ ৯০.১০ কোটি। ফলে সেদেশের হিসাবে ছবির দুই দিনের ব্যবসা দাঁড়ায় ২৬৫ কোটিতে। এবং বিশ্বব্যাপী বক্স অফিসের হিসাব মিলিয়ে সেই অঙ্ক ছাড়িয়েছে ৪০০ কোটিতে।

স্যাকনিল্ক আরও জানিয়েছে, ভারতসহ সারা বিশ্ব থেকে সংগ্রহ করে তৃতীয় দিনে ছবিটির মোট আয় পৌঁছাতে পারে ৫৫০ কোটিতে।

সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ ছবিটি এখন পর্যন্ত আয়ের দিক থেকে ত্রিপল আর, বাহুবলী, কেজিএফ এর মতো ফ্র্যাঞ্চাইজিকেও টপকে শীর্ষে অবস্থান করছে। ছবিটির এমন রেকর্ড-ব্রেকিং মাইলফলক এর আগে কোনো ভারতীয় ছবিতে দেখা যায়নি।সূত্র : স্যাকনিল্ক, ইন্ডিয়া টুডে

বিজ্ঞাপন