শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ ২৬ নভেম্বর ২০২৪
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মা এবার রূপালি পর্দায় নাম লেখাচ্ছেন। তেলেগু ভাষার সিনেমা ‘আকাশম দাতি ভাস্তভা’-এর মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে তার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ধনশ্রী ভার্মা পেশায় একজন চিকিৎসক, তবে তিনি একইসঙ্গে নৃত্যশিল্পী এবং কনটেন্ট ক্রিয়েটর। ছোটবেলা থেকেই নাচের প্রতি গভীর আগ্রহ থাকায় নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি গড়েন। তার নাচের ভিডিও এবং কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ জনপ্রিয়।
সিনেমার গল্প ‘আকাশম দাতি ভাস্তভা’ সিনেমাটি নৃত্যনির্ভর গল্পের ওপর নির্মিত, যেখানে ধনশ্রী একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।
- সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা শশী কুমার।
- প্রধান চরিত্রে অভিনয় করছেন কোরিওগ্রাফার যশ।
- সহশিল্পী হিসেবে থাকছেন মালয়ালাম অভিনেত্রী কার্তিকা মুরালিধরন, যিনি এর আগে ‘সিআইএ’ সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন।
ধনশ্রীর নির্বাচনে তার নৃত্যশৈলী ও অভিনয় দক্ষতা বড় ভূমিকা রেখেছে বলে নির্মাতারা জানিয়েছেন।
করোনা মহামারির সময় ধনশ্রী এবং যুজবেন্দ্র চাহালের প্রথম পরিচয় হয়। সে সময় চাহাল ধনশ্রীর কাছে নাচ শিখতে গিয়েছিলেন। সেই পরিচয় থেকেই তাদের প্রেম এবং পরে বিবাহের সূত্রপাত।
ধনশ্রীর রূপালি পর্দায় অভিষেক নিয়ে ভক্তদের মাঝে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। সিনেমাটির নির্মাতারা মনে করছেন, ধনশ্রীর নাচের দক্ষতা ও ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিব্যক্তি এই চরিত্রের জন্য তাকে আদর্শ করে তুলেছে।
ধনশ্রী ভার্মার এই নতুন যাত্রা তার বহুমুখী প্রতিভার আরো এক দিক উন্মোচন করবে বলে আশা করছেন তার অনুরাগীরা।
বিজ্ঞাপন