নজরকাড়া লুকে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

নজরকাড়া লুকে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম
বিনোদন প্রতিবেদক, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬ ২৪ নভেম্বর ২০২৪

লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিজয়ী, জনপ্রিয় চিত্র নায়িকাও মডেল বিদ্যা সিনহা মিম। নিজের অভিনয় দক্ষতা দিয়ে ২০০৭ সাল থেকে নিয়মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।  
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি তার ফেসবুক পেইজে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে আপন আলোয় নিজেকে তুলে ধরেছেন তিনি।

যেখানে দেখা যায়, অবকাশ যাপনে মরুর দেশ দুবাইতে গেছেন। আর সেখানে যাবার পরে ফটোশুট করেছেন মিম। সাদা  শ্যাম্পেনে অ্যামি স্প্লিট হেম স্পার্কলি ড্রেসে বেশ মানিয়েছে। ছবিতে দেখা যায়, মাথায় বেধেছে লাল গোলাপের খোঁপা, লাল গোলাপের সঙ্গে ম্যাচ  করে পরনে রয়েছে সাদা ড্রেস। এদিকে ঘোড়ার সঙ্গে খুনসুটিতে মেতেছে অভিনেত্রী, গলায় হাত বুলিয়ে দিচ্ছে।

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা মিমের বেশ প্রশংসা করেছে। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ অসাধারণ লাগছে তোমাকে আপু অনেক সুন্দর।’ আরেকজনের ভাষ্য,‘পুরাই হলিউড অভিনেত্রীদের মত।’
 

বিজ্ঞাপন