মুক্তি পেল মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত ‘সুকন্যা’

মুক্তি পেল মমতা ব্যানার্জিকে নিয়ে নির্মিত ‘সুকন্যা’

স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম
স্টাফ করেসপন্ডেন্ট, মোরনিউজবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭ ২২ নভেম্বর ২০২৪

শুক্রবার মুক্তি পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কন্যাশ্রী' অবলম্বনে নির্মিত ছবি 'সুকন্যা'। ছবিটি পরিচালনা করেছেন উজ্জ্বল মিত্র এবং প্রযোজনা করেছেন সমীর মন্ডল। মমতার বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার গল্প বলে দেবে ছবির গল্প।

এই ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন কণিকা ব্যানার্জী। খরাজ মুখার্জি, দেবশঙ্কর নাগের মতো তারকারাও অভিনয় করছেন। ছবিতে দেখা যাবে রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে। এমনকি একটি চরিত্রে দেখা যাবে প্রতিমন্ত্রী স্বপন দেবনাথকেও।

প্রযোজক সমীর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'বাণিজ্যিক কারণে ওই সময় ছবিটি মুক্তির ঝুঁকি নেওয়া সম্ভব হয়নি। কারণ পরিস্থিতি ভিন্ন ছিল।'

এদিকে ছবির পরিচালক উজ্জ্বল বলেন, 'ছবিটিতে নারীর অধিকার ও নারীর ক্ষমতায়নের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের ওপর জোর দেওয়া হয়েছে।'

কলকাতার এই ছবি 'সুকন্যা'-এর শুটিং 2023 সালের দুর্গাপূজার সময় শেষ হয়েছিল। সম্পাদনা, ডাবিং ও অন্যান্য কাজ শেষ করে ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল।

কিন্তু তার আগেই গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও হত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটে। এতে ওপার বাংলা জুড়ে অস্থিরতা সৃষ্টি হয়। রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। সব মিলিয়ে পরিস্থিতি শাসক দলের বিরুদ্ধে, ফলে মুক্তি পায়নি 'সুকন্যা' ছবিটি।

বিজ্ঞাপন