রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:০২ ১৭ আগস্ট ২০২৪
বরিশালে বেসরকারি ‘গ্লোবাল ইউনিভার্সিটি’ হঠাৎ করে বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে অনির্দিষ্টকালের ছুটি ঘোষণার নোটিশ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য এনামুল হকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ শুরু করেন।
বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তাঁর স্ত্রী আঞ্জুমান আরা নার্গিস বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের চেয়ারপারসন। নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন শের-ই-বাংলা সড়কে দুটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসেন জানান, ২০১৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ছয়টি বিভাগে ৬ শতাধিক শিক্ষার্থী রয়েছে।
গতকাল বিকেল ৩টায় প্রশাসনিক ভবনে গিয়ে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী উপাচার্যের পদত্যাগসহ ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। নিচতলার একটি কক্ষে ৮-১০ জন শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করছেন।
এ সময় আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসিবুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকার পর গত বুধবার ক্লাস শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ভবনে আইন বিভাগের পরীক্ষা চলছিল। দুপুর ১২টার দিকে আকস্মিক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়।
তাদের অভিযোগ, ডেপুটি রেজিস্ট্রার নেয়ামুল ইসলামের নেতৃত্বে কর্মচারীরা তাদের জোর করে শ্রেণিকক্ষ থেকে বের করে দেন। তিনজন শিক্ষককে ভেতরে রেখে দ্বিতীয় ভবনে তালা দেওয়া হয়। এ সময় কয়েকজন ছাত্রী শ্লীলতাহানিরও শিকার হন। এর পরই তারা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে ডেপুটি রেজিস্ট্রারসহ সহযোগী কর্মচারীরা পালিয়েছেন। এ নিয়ে উপাচার্যকে কল করা হলে তিনি তাদের দুর্বৃত্ত বলে আখ্যায়িত করেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
এসব বিষয়ে রেজিস্ট্রার এ কে এম এনায়েত হোসনে সমকালকে বলেন, তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রুপ আছে। তাদের কারণে যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এ থেকে সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক কিংবা সরকার পতনের সংশ্লিষ্টতা নেই।
তিনি আরও বলেন, উপাচার্য রাজধানীতে রয়েছেন। শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে সার্বক্ষণিক উপাচার্যের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইতোমধ্যে কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন