১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করবে এনটিআরসিএ

১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করবে এনটিআরসিএ

মোরনিউজ ডেস্ক
মোরনিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৫ ১৮ আগস্ট ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে এবার বিশেষ বিসিএসের আদলে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শিক্ষক নিয়োগের অসামঞ্জস্যতা দূর করতে নিয়োগ বিধি সংশোধন করা হচ্ছে। সংশোধিত বিধি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলেই শিক্ষা মন্ত্রণালয় তা গেজেট আকারে জারি করবে। এরপর থেকেই নতুন নিয়মে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, “এই বিধি জারি হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আলাদাভাবে আর থাকবে না। যত শূন্যপদ থাকবে, তার ভিত্তিতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদেরও নিবন্ধন পাস করে বসে থাকতে হবে না।”

পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও বড় পরিবর্তন আসছে। বর্তমানের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ আর থাকছে না। নতুন নিয়মে বিশেষ বিসিএসের মতো একটি সমন্বিত পরীক্ষা নেওয়া হবে। উদাহরণস্বরূপ, ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে—এর মধ্যে থাকবে এমসিকিউ এবং লিখিত উভয় অংশ। সবশেষে নেওয়া হবে মৌখিক পরীক্ষা (ভাইভা)।

নতুন নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকেই বয়স গণনা করা হবে। ফলে প্রার্থীদের জন্য বয়সসংক্রান্ত জটিলতা দূর হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, “আগামী ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হবে এবং দীর্ঘসূত্রিতা থাকবে না।”

বিজ্ঞাপন