রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে ব্যতিক্রমী প্রতিবাদ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে ব্যতিক্রমী প্রতিবাদ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১২:৩৯ ৩০ জুলাই ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদন ও তার পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে ব্যতিক্রমী সাংস্কৃতিক কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। সেখানে শিক্ষার্থীরা গানে, কবিতায় ও নাটকে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।

প্রতিবাদকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নয় বছর পার হলেও এখনও পর্যন্ত ডিপিপি অনুমোদন পায়নি, যার ফলে শিক্ষাব্যবস্থায় নানাবিধ সমস্যা দেখা দিয়েছে। নেই আবাসন ব্যবস্থা, নেই নির্ধারিত ক্লাসরুম, পর্যাপ্ত লাইব্রেরি বা নিরাপদ পরিবেশ—সব মিলিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের নানারকম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, “আমরা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে সকল তথ্য ও প্রমাণ উপস্থাপন করেছি। সমস্ত শর্তপূরণ করেও যখন মাত্র ৫১৯ কোটি ১৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন পাচ্ছে না, তখন সেটি শুধু বিশ্ববিদ্যালয় নয়, সিরাজগঞ্জবাসীকেও হতাশ করেছে।”

গত ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’-এর সকল কর্মসূচি বয়কট করে আন্দোলনের সূচনা করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল (৩১ জুলাই, বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ থেকে বিসিক বাসস্ট্যান্ড পর্যন্ত মৌন মিছিল ও গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

সাংবাদিক ও সচেতন মহলের বক্তব্য অনুযায়ী, উন্নয়ন বাজেটে এতো অল্প পরিমাণ অর্থ বরাদ্দের সিদ্ধান্তে অগ্রাধিকারের অভাব ও রাজনৈতিক উদাসীনতা দায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডিপিপি দ্রুত অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন