রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৩৩ ১৬ আগস্ট ২০২৪
বৈষম্য বিরোধী গণ-আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ মো. মনির (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে সেনাবাহিনীর সহযোগিতায় কাদরা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মনির সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আহমেদপুর গ্রামের মো. হানিফের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্পের একটি বিশেষ দল মো. মনিরকে বসতঘর হতে পিস্তলসহ হাতে নাতে আটক করে। পরে সেনবাগ থানায় সংবাদ দিলে জরুরি ডিউটিতে নিয়োজিত এস আই মোজাম্মেল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার করা পিস্তলটি জব্দ করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মোর নিউজকে বলেন, আসামি জানিয়েছে, আগ্নেয়াস্ত্রটি তার চাচাতো ভাইয়ের কাছ থেকে নিয়েছে। আমরা শিওর এটি থানা থেকে লুট হওয়া অস্ত্র। কিন্তু কোন থানা থেকে লুট হওয়া তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। অস্ত্র আইনে তার বিরুদ্ধে হামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিজ্ঞাপন